আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় সংসদ ভবনের ছবি

নিজের জন্য লেখি, নিজের কথা লেখি। সংসদ ভবন যেন বিল্ডিং না, ভাষ্কর্যের। সম্পুর্ন ৯ তলাই কংকৃটের তৈরি। ৪র্থ তলা আবার আরেকটা জগত! এমন ভাবে বানান যেন এটাই বাগান তার পাশ দিয়ে কয়েকটি ৬ তলা ভবন উঠে গেছে। ভেতরের দেয়াল গুলোও বাইরের মতই।

কোথাও বিশাল গোল ফোকর আবার কোথাও সুদৃস্ব জ্যামিতিক কাঠামো। এটা দেখে আমি বুঝলাম কেন সবাই "জাতীয় সংসদ" এলাকায় কোন কিছু করার এত বিরোধিতা করে। তাই জাতীয় সংসদ ভবন সম্পর্কে কিছু তথ্য ও ছবি আপনাদের সাথে শেয়ার করছি। “জাতীয় সংসদ ভবন” –এর ভেতরে ছবি তোলা নিষেধ, তাই অধিকাংশ ছবি নেট থেকে নেয়া। 1. জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত।

2. মোট এলাকা: ২০০ একর (৮,০০,০০০ m²) 3. প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি। 4. জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। 5. ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হয়। 6. নকশা ও নির্মান ব্যয়: ১২৯ কোটি টাকা 7. ১৯৮২ সালের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রথম এই সংসদ ভবন ব্যবহৃত হয়। 8. মূল ভবনটি (সংসদ ভবন) মূলতঃ তিন ভাগে বিভক্ত: a. মেইন প্লাজা ৮২৩,০০০ বর্গফুট (৭৬,০০০ বর্গমিটার) b. সাউথ প্লাজা ২২৩,০০০ বর্গফুট (২০,৭০০ বর্গমিটার) c. প্রেসিডেন্সিয়াল প্লাজা ৬৫,০০০ বর্গফুট (৬,০০০ বর্গমিটার) সংসদ ভবনে আছে- সিড়ি : ৫০ টি টয়লেট : ৩৪০ টি দরজা : ১,৬৩৫ টি জানালা : ৩৩৬ টি।

নয়টি ব্লক দিয়ে মূল ভবন তৈরী, একে ঘিরে ১টি কৃত্রিম হ্রদ ও দুটি বাগান রয়েছে। মাঝখানে ১৫৫ ফুট উচ্চতার অষ্টভূজ ব্লক, অন্য আটটি ব্লক ১১০ ফুট। করিডোর, লিফট, সিড়ি ও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোকে এমনভাবে আন্তঃসংযোগ করা হয়েছে যে ৯টি ব্লক মিলে একটি ভবনটির অভিন্ন স্থান হিসাবে ব্যবহার করা যায়। সংসদ অধিবেশন কক্ষটি পরাবৃত্তাকার ছাদের কক্ষটির উচ্চতা ১১৭ ফুট, ছাদটি স্বচ্ছ যাতে দিনের আলো প্রবেশ করতে পারে। এখানে ৩৫৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে।

দুইটি ভিআইপি পোডিয়াম এবং দুইটি গ্যালারী রয়েছে। সাউথ প্লাজা দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউর অবস্থিত। ২০ ফুট ভবন সৌন্দর্যের পাশপাশি সংসদ ভবনের মূল প্রবেশ পথ হিসাবে ব্যবহৃত হয়। প্রেসিডেন্সিয়াল প্লাজা উত্তর দিকে অবস্থিত এর সামনেই লেক রোড। এই থাকে।

মার্বেলের তৈরি মেঝে, গ্যালারী এবং খোলা পথের এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়। 9. জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক: উত্তর দিকে লেক রোড পূর্ব দিকে রোকেয়া সরণী দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম দিকে মিরপুর রোড।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.