আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1990 ।। বশীকরণ

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

পাশাক্ষেত্রে উল্টে গিয়ে ত্রিভঙ্গ বিনয়ে মহারাণীকে জানাই মাতা আমি তো নিতান্ত শিশু দয়া করো দেবী আমি গোলামের চেয়ে ভালো কামসূত্র জানি জানি হস্তরেখা পক্ষীভাষা ভবিষ্যকথন কোনো ষড়যন্ত্রে লোভ নেই রানী শুধু তোমাকে আকাঙক্ষা করি পূণ্যকথা দাও আমি যা যা আছে সব দেব পূজা দেব আচার্যপণ্ডিত সব তোমার চরণে দেখো তাসের গোলাম রাজা সংগীতগুরুরা কৃষ্টি খোঁড়াখুঁড়ি করে শিল্পমহামারী দেখা দেয় আদর্শজগত ছেড়ে চলে আসা কুহকিনীদের যারা নগরে বাজারে মায়াসংসার সাজায় সুধাসাগরশয্যার পাশে জাদুবিদ্যা-নৃত্যগীত কামসংকীর্তন শেষে ক্ষীয়মান আলোকসজ্জায় আর্দ্র ব্রতচারী প্রজাবৃন্দ মন্ত্র শিখে কিনে নেয় আজ্ঞাবহ নান্দনিক গণিতশিক্ষিকা যারা কর্মজ্ঞানে অতি উচ্চ সৌন্দর্যআধার আমি এসবও চাই গো রানী চাই আমি তোমার আশ্রয়... প্রকাশ : পূর্ণদৈর্ঘ 1990, সম্পাদক : শাহেদ শাফায়েত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.