আমাদের কথা খুঁজে নিন

   

গিট্টু পেলেয়ারগুলান এক্কেরে দিচে; সোনার পোলারা না , দিবোই তো

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আরে দিচে দিচে। -আব্বে কি দিচে? আবার জি¹ায়। রাইতে দেখোচ নাই, আমাগো গিট্টু গিট্টু পেলায়ার গুলান ঐ লম্বুÍ আর জংলী গোরে দিচে এক্কারে উপতা কইরা - হ ঠিকই কইচেন। এইবার সবতের জবানের ফালানি বন্ধ হইয়া যাইবোগা। ওই পাড়ের ঐ ডবগা ছেমড়িডা আছে না , আরে ঐ যে মন্দিরা , একনও ভি হের গলা শূকাইয়া যায়গা উপস্থাপনা করবা গেলে, ঐ যে ইন্ডিয়ারে দিচিলাম না কয়দিন আগে হেই বেদনায়।

তয় কাল বিরতির সময় একখান জব্বর হাসি দিছিল, হাছা কইলাম। হের ঐ চেক্সি ঠোঁটে ফুল টোক্কা পড়–ক। -আরে মিয়া ভাই ঐ মুখ দিয়াই তো মাগীডা আমগো বহুত পঁচাইছে কয়দিন, হেরে দিবেন .... দূর মিয়া হের ঢেপসি মুখের হাসি দেইখ্যাই খূশি হমু কেমতে ভাবলা , লগে একখান জব্বর ডায়লগ ভি দিছিল । কইছিল আমগো আশরাফুলে যেদিন ভালা খেলে হেই দিন বাংলাদেশ নাকি জিইত্যা যায়গা, তাইলে কি আজভি... - হ এক্কেরে খাপের খাপ। তয় মিয়া ভাই সেঞ্চুরীডার আশা কইরা ফালাইছিলাম শেষ ওভারে।

দূর রাইখ্যা দাও ঐ সব সেঞ্চুরী মেঞ্চুরী, জায়েন্ট কিল করছি । প্যাট ভইরা গ্যাছে এক্কেরে। মন পুরা পাঙ্খা। উড়তাছি মিয়া খুচিতে। - টচে হাইরা আমগো পোইত্যা সুমন মিয়া যে একখান ভোদাই মার্কা কথা কইছিল না।

শূইনা তো ভাবলাম মরার আগেই মইরা গ্যাছে। আবার নামছিল আগে ব্যাটিং মারাইতে। হ ঠিকই কইছোস, নিজেগো দূর্বলতা ওমতে কওন ঠিক না। টসে জিতলে ফিল্ডিং নিত , হেইডা কওনের কি দরকার রে তুমার? - তয় , হেই ভয় ডয়ই মনে হয় শাপে বর হইছে। হালাগো প্লান সব ভেস্তে গ্যাছে গা।

আগামী ম্যাচে হেয় নিজে বইস্যা হইলেও শাহরিয়াররে কইলাম দলে চাই। হ হ, পরচুন পেভার দি বেরেবস, কথায় কয়না। আইজক্যা আফরাফুলের পেবার করছে কাল শাহরিয়ারেরও করবার পারে। -মিয়া ভাই আমগো গিট্টু গুলান গিট্টু না হইলে কত ভালো হইতো না। এত সু›ন্দর একখান কাট কইরাও খালি হাইটের ছল্বতার লাইগ্যা মাথার উপর দিয়া বলটা পার করবার পারলোনা সাকিব।

আরে ঐ আফ্রিকানগুলান তো উড়বারও পাড়ে । মাঝে মইধ্যে দেখছ না ফাল পাইড়া কইত থেইক্যা কই যায়গা। হেগো হাত পা গলাইয়্যাই তো আমগো গিট্টু দুইটা ঐ যে আশরাফুল আর আফতাব কি সুন্দর কইরা কইরা বল গুলানরে তুলা ধূনা করে মাঠের বাইরে পগারপার কইরা দিলো। -হঁ, একটা জিনিস বুঝছি , পোলপানগুলানের দিলে জব্বর সাহস। আর ঐ যে এক্কেরে দুধভাত মার্কা চেহারার পোলাটা , উইকেটের পিছে ল্যাপটাইয়া থাকে , আরে ঐ যে মুশফিক হেরে একটা আস্তা ধন্যবাদ দেয়ান দরকার কইলাম।

চেকরিফাইস কইরা নিজে আউট না হইলে আশরাফ’ল তো গ্যাছিলই গা রান আউট হইয়া । যা , হেইটারেও একটা ধন্যবাদ দিলাম। বলার গুলান কিন্তু এক্করে সেইরম দেখ্যাইছে সব কয়টা। সাকিবুল ব্যাটের অভার তো বলেই পুরা কইরা ভি দিছে। ঐ যে ক্যাচ টা দেখছোচ না রানার প্রিন্স রে খাড়া কইরা দিছিল ক্যাম্পের লো ক্যাচ এন্ড বোলন্ড এর পরেই --হাসাাইয়েন না মিয়া , ছয়টারে দিচি ছবে, আর বাকী দুইটা ।

তারপরই আসল যুদ্ধ সবার লগে হমানে হমানে। পিছলাইয়্যা গেলে কইলাম হইবোনা। ঠিকাচ্চে না? ইস্ আরেকটারে যদি দেওয়ান যাইতো এ্ই বারই। তয়লে কইলাম সাহসের আর কমতি হইবোইনা। তারপরও কইলাম মিয়া কথা রইয়া যায়।

ধারাবাহিকতা বইলা যে কথাটা আচে হেইটার কিন্তু দেখা পাওয়ান যায়না। আর ঐ যে খেলার আগে সাংবাদিকগো লগে স্মিথ কইছিলো বাংলাদেশের মতো টীম গুলানের লগে হেগোর মতো টীম ১০০টা ম্যাচ খেললে ৯৭টাই হেরা জিতা যাইবো গা , মাগার যে তিনডা হারবো হেই তিনটার লাইগ্যায় ভয় । সেই ভয়ের একখান কাল আমরা হেগোরে দেখাই দিছি। কিন্তু হালাগো ঐ খোঁচা মারন কথা কি হাচা হাচাই থামায় দিতে পারবনা আমগো সোনার গ্টিু গুলান আগামী দিনগুলানে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.