বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
যারা আগের পোস্টে ভিওএ'র প্রতিবেদনটি শুনেছেন তারা জানেন হোমল্যান্ড সিকিউরিটি দু'জন সিনেটর ও একজন কংগ্রেসম্যানের অনুরোধে মহীউদ্দেীনের ডিপোর্টেশন এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছে। এরা মূলত: তার পরিবার ও আইনজীবির আবেদনে এই অনুরোধ করেন। কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে মহীউদ্দীন বঙ্গবন্ধু হত্যার রায়ের একজন আসামী। ইন্টারপোলের হুলিয়া ও gvgjvi ivq (পিডিএফ) মহীউদ্দীনকে খুঁজছে। আমি এই তিনজন জনপ্রতিনিধির ওয়েবপেজের ঠিকানা দিয়ে দিলাম। এখানে তাদেরকে যোগাযোগ ও ই-মেইল করার ঠিকানা রয়েছে। এছাড়া, টপিক্স নেটে মহীউদ্দীনের গ্রেফতার নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক চলছে। এতে আপনারাও যোগ দিতে পারেন।
[link|http://boxer.senate.gov/|wm
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।