বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
মহীউদ্দীনকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে খবর বেশ আলোড়ন সৃস্টি করেছে। এখন থেকে কিছুক্ষণ আগে আজকে সকালে [লিংক=যঃঃঢ়://ধফফধনধল.মড়ড়মষবঢ়ধমবং.পড়স/াড়ধৎবঢ়ড়ৎঃুরঃঁ.সঢ়3]ভিওএ'র প্রচারিত খবরে মহীউদ্দীন সম্পর্কিত প্রতিবেদনটি[/লিংক] (2মিনিট এমপি3) আপনাদের জন্য এখানে আপলোড করে দেওয়া হলো। এতে আপডেটেট তথ্য পাওয়া যাবে। বর্তমানে তার ফেরত পাঠানোটি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত। তবে [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/28704021]ক্যালিফোর্নিয়ার যে তিনজন প্রতিনিধি[/লিংক] এই স্থগিতাদেশ জারিতে ভূমিকা রেখেছেন তাদের কাছে প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারেন । কারণ, একজন হত্যাকারীর পক্ষে জনপ্রতিনিধিরা কখনও সমর্থন দিতে পারেন না। আর দিলে তা পাবলিক রেকর্ড হিসেবে থাকবে যা আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধেই যাবে। তাই সাধু সাবধান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।