আমরা জাতির শক্তি-সৈন্য, মুক্তবুদ্ধি বীর, আমাদের তরে শূন্যে আসন জাতির কান্ডারীর।
25 মার্চকেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে তানভীর মোকাম্মেল পরিচালিত 'তাজউদ্দিন আহমদ : নিঃসঙ্গ সারথি' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়েছে।
তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমির প্রযোজনায় এক ঘণ্টা 40 মিনিটের প্রামাণ্যচিত্রটিতে বলা হয়েছে, শেখ মুজিব দেশকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেন। বাকশালের কিছু সামাজিক উপযোগিতা থাকলেও তাজউদ্দিন আহমদ বাকশাল সমর্থন করতে পারেননি। তাজউদ্দিন আহমদ দেখছিলেন শেখ মুজিব দেশকে ভিন্নপথে পরিচালনা করছেন।
তখন তিনি শেখ মুজিবকে সাবধান করে দিয়ে বলেছিলেন, মুজিব ভাই, আপনাকে আরো সতর্ক হতে হবে। যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সে অবস্থা চলতে থাকলে আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না। কিন্তু শেখ মুজিব তাজউদ্দিনের সে কথায় কর্ণপাত করলেনই না উপরন্তু 26 অক্টোবর 1974 সালে তাজউদ্দিনকে অর্থমন্ত্রীর পদ থেকে তিনি বরখাস্ত করেন ।
অনুষ্ঠানে তাজউদ্দিনের স্ত্রী জোহরা তাজউদ্দিন বলেন, অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন এটা জানার পর তিনি আমাকে কিছু না বলে লুঙ্গি আর গেঞ্জি পরে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলেন । তিনি শেখ মুজিবকে বললেন, মুজিব ভাই, আমি আপনাকে সিরিয়াসলি একটা কথা বলি।
আমার অনুরোধ, আপনি গোয়েন্দাদের দিকে একটু দৃষ্টি দেবেন। তা না হলে আপনি বাঁচতে পারবেন না।
শেখ মুজিব যে রাতে খুন হলেন সে রাতেই গভীর ব্যথিত কণ্ঠে তাজউদ্দিন স্বগতোক্তি করেছিলেন, বঙ্গবন্ধু জানতে পারলেন না-কে তার শত্রু আর কে তার বন্ধু ছিল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।