বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
ক'দিন আগে ওয়েবে খুঁজে পেলাম। মহীউদ্দীনের ছেলে রুবিন মহিউদ্দীন তার বাবার সমর্থনে টপিক্স ডট নেট ফোরামে লিখে যাচ্ছে। কোর্টে বাবার দোষকে খন্ডাতে না পারলেও ফোরামে আপ্রাণ চেস্টা করে যাচ্ছে। খুব একটা দোষ দিইনা। প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা মা বড্ডো অমূল্য। যারা হারায়নি তারা কি বুঝবে? মহীউদ্দীনের পক্ষে বলার কিছু নেই। 1975 সালে যে ঘাতকরা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে তারা কিভাবে খন্ডাবে তাদের অন্যায়ের দায়? যেমন খন্ডাতে পারে না রাজাকার আলবদরের দল তিরিশ লাখ নিরীহ হত্যার দায়। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কি না জানি না। তবে মাঝে মাঝে তা বেশ স্পস্টভাবে মনে করিয়ে দেয় বিচারের রায় একদিন না একদিন হলেও অপরাধীকে মুখোমুখি করে ন্যায্য বিচারের স্বাদ নিতে।
যারা রুবিন মহীউদ্দীনের পিতৃপক্ষ সমর্থনে আলোচনা দেখতে চান তারা [link|http://www.topix.net/forum/us/TLGP5P8H23SS111H0#lastPost|Uwc
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।