"অতি অপরিচিত " আজ স্তব্ধ ধরণী থমকে গেছে ।
-মানে কি ?
চন্দ্র সূর্য চমকে গেছে ।
-কি বল এসব ।
নীল হিমাদ্রি নিদ্রা গেছে ।
-এই ।
বল ।
-তুমি কি আমার সাথে এভাবে কথা বলবা ?
হু আমি এইভাবে কথা বলব ।
-কেন বলবা ? এভাবে কথার পর কথা মিলাতে কে বলেছে ?
কে বলবে আবার , আমার মন বলছে ।
-আচ্ছা ঠিক আছে মিলাও ।
আচ্ছা ঠিক আছে মিলাচ্ছি ।
আমি শব্দের পড়ে শব্দ মিলাচ্ছি ।
সকালে বিকালে লাচ্ছি খাচ্ছি ।
সপ্তাহে দুদিন পড়াতে যাচ্ছি ।
তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি ।
তোমার চোখেতে পাগল হচ্ছি ।
-থাক , হইছে ।
আচ্ছা হইছে , তুমি যা বলবে তাই হবে ।
-কেন আমি যা বলব তাই হবে , তুমি যেটা ইচ্ছা সেটা করবে । তোমার যেটা ইচ্ছা সেটা করবে ।
আচ্ছা ।
আমার ইচ্ছা , তোমার ইচ্ছা , তোমার আমার আমাদের ইচ্ছা ।
-আবার ?
হু আবার ।
-আচ্ছা , মিলাতে থাক ।
আচ্ছা মিলাতে থাকি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।