আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সে প্রথম পুরুষ সমকামী বিয়ে (কেয়ামত সন্নিকটে)

কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রান্সের প্রথম এবং পুরুষ সমকামী বিয়ে পড়ানো হয়েছে। দক্ষিণ ফ্রান্সের মন্টেপেলিয়ের শহরের সিটি হলে ভিনসেন্ট ওবিন এবং ব্রুনো বুইলো নামে দুই পুরুষ আনুষ্ঠানিকতায় জুটি বাধেন। খবর টাইম ওয়াল্ড’র। ফ্রান্সে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো সমকামীর বিয়ে এটি। এ সময় সিটি হলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

তবে এর মধ্যেও বিক্ষোভকারী বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে একটি ধোঁয়া বোমা ছুঁড়ে মারে। সিটি শহরটিকে সর্বোচ্চ সমকামী সহনশীল বলে মনে করা হয়। বিয়ে অনুষ্ঠানে প্রায় ৫০০ লোক উপস্থিত ছিল। এই বিয়ের মধ্যদিয়ে সমকামী আইন নিয়ে গত কয়েক মাসজুড়ে ফ্রান্সে চলা বিতর্কের একটি প্রতীকি অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খ্রিষ্টান ক্যাথলিক এবং রক্ষণশীলদের বিরোধিতা সত্ত্বেও ক্ষমতাসীন বামপন্থী সরকার সম্প্রতি এই আইন প্রণয়ন করে।

মন্টেপেলিয়ের ফ্রান্সের সমকামী বান্ধব শহর হলেও বিয়ের অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সাহস দেখায়নি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানটি শহরের অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হয়। বিয়ের পাত্ররা সিটি হলে প্রবেশ করার একটু আগে বাইরে থেকে একটি ধোঁয়া বোমা ছুঁড়ে মারা হয়। এ হামলার পরপরই নিরাপত্তা রক্ষীরা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তা বিয়ে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটায়নি বলে কর্তৃপক্ষ বলেছে।

বিয়ের মধ্যদিয়ে এখন নতুন ধারণা জন্মেছে, এবার সরকার দেশটিতে সমকামীদের সন্তান দত্তক নেওয়ার বিষয়টিও বৈধতা দেওয়ার জন্য আরেকটি আইন প্রণয়ন করবে। উল্লেখ্য, দেশটি ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ হলেও চার্চ এবং রাষ্ট্রকে আলাদা রাখার ব্যাপারেই জনগণের রায় বেশি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.