[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
[ইটালিক]মামুন ম. আজিজ[/ইটালিক]
কলমের আগায় স্বপ্ন ঝরতে দেখি
মাঝে মাঝে থেমে যায়...
আমাকে ছেড়ে স্বপ্নেরা তখন যেতে
থাকে কোন এক সুন্দরী নারীর রেশম দেহে
যৌবন ছোঁয়ার আশায় আশায়।
সময় একাকীত্বের ঢেউ হয়ে আছড়ে পড়তে থাকে অবিরত।
মন হয়ে যায় ভীষন অস্থির.... স্বপ্নের জন্যে অপেক্ষারত।
কলমটা পড়ে থাকে শূণ্য উদ্যানে।
একটি ফুলের কলিও হাসেনা আর।
স্বপ্ন না ঝরতে ঝরতে হয়তো
অকেজো হয়ে যাবে একদা কলম...
নতুন কোন কলমের জোগাড়,
সময় ঢেউয়ের জলের ফেনিল ছাপ মোছা--
এমনি সব কর্মে নতুন করে জীবনের হবে আয়োজন, সাধন।
...স্বপ্নগুলো প্রচন্ড স্বার্থপর, কখনই বোঝেনা
একাকীত্ব আর ঝামেলার পুনরাবৃত্তি।
21/05/2005
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।