আমাদের কথা খুঁজে নিন

   

‘নির্বাচনে প্রভাব খাটানোর দিন শেষ’

তবে সরকারিদলের নেতা তোফায়েল আহমেদ বলছেন, নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে বিএনপি এবং আওয়ামী লীগের এই প্রতিনিধিরা নির্বাচন নিয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো দলীয় সরকারের অধীনে এদেশেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনকে প্রভাবিত করে কোনো দলের ক্ষমতায় আসার দিন শেষ। ”
এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আমরা আপনাদের বিশ্বাস করি না।

এই হলো শেষ কথা। ”
দেশের ‘রাজনৈতিক সংস্কৃতির অবনমনের দরুণ’ অন্য দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব হলেও এদেশে সেটা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনকে ‘সরকারের এজেন্ট’ হিসাবে আখ্যায়িত করে মওদুদ বলেন, “এই নির্বাচন কমিশন সরকারের এজেন্ট হিসাবে কাজ করছে। তাই তাদের পক্ষেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। ”
মওদুওদর সঙ্গে সহমত পোষণ করেন সংলাপের অপর দুই প্যানেল আলোচক সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরদৌস আজিম।


বদিউল আলম মজুমদার বলেন, “দেশের বড় তিনটি দলের দুটিই এর মধ্যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে। সুতরাং তারা  (নির্বাচন কমিশন) যে কাজই করুক না কেন তা প্রশ্নবিদ্ধ হবে। ”
একই সঙ্গে নির্বাচন কমিশন ‘সরকারি দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে’ এমন অভিযোগও করেন তিনি।
তবে নির্বাচন কমিশন সম্পর্কিত এসব বক্তব্য নাকচ করে দিয়ে তোফায়েল আহমেদ গত পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন।
পুরো সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.