আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যায় বাউল আসর। চারুকলায়। দেখা হবে বন্ধু

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

জলছবি সাধুসঙ্গের আয়োজনে কুষ্টিয়া থেকে অতিথি হয়ে আসা বাউলদের নিয়ে আয়োজন হবে চারুকলার শুকনা পুকুুরে। বছরে একবার, কখনো দুই বছরে একবার এই আয়োজনের আয়োজক জলছবি গোষ্ঠিটি। বন্ধু ফোন করে বললো যেতে। আনুষ্ঠানিকতা শেষ করে হয়তো বাউল গানের আসর শুরু হবে সন্ধ্যার পর পর, আশা করা যাচ্ছে। গেলে দেখা হবে।

পরিচিত, অপরিচিত ব্লগাররা এসএমএস (মেসেজ) কইরেন যদি কাছাকাছি থাকেন। এই অধমের এখনো যাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয় নাই তাদের মুখদর্শন হউক আজ। 0171-5437263। সাদিক। যারা যাবেন তারা জলছবি গোষ্ঠির এই আয়োজনে কিছু কনট্রিবিউট করার নিয়্যত নিয়া যাইয়েন।

এইটা পুরাটাই স্বেচ্ছাসেবী আয়োজন, খরচও প্রচুর। আমাদের অমূল্য সম্পদ বাউলরা এমনিতেই অবহেলিত। সেই বাউলদের নাগরিক মানুষের কাছে নিয়ে আসা, তাদের সামান্য সন্মানটুকু রাখার জন্য সাধারনের কাছে নিবেদন থাকবে হয়তো সামর্থ্য অনুসারে কনট্রিবিউট করার জন্য। ----------------------------------- মন শুনি এক আজব কথা, ভাবি অবিরাম কোরান মাঝে আল্লাহ নিজে বলে দিলেন এই কালাম কুল্লোমান আলায় হা ফানেও, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বাকা সুরা রহমানে পাবি দেখা শেষে, জাল জালালে ওয়াল একরাম। আরশ কুরছি লওহো মাহফুজ, সিঙ্গা রুহ বার বরুজ।

দোজখ বেহেস্ত চন্দ্র সুরুজ, আখের ফানা হইবে তামাম। আয়েতের অর্থ এই হবে, কেবল খোদার মুখ রহিবে। এ আধার মোর কে ঘুচাবে, শুধু মুখ রয় কি বিনা আনজিমন হস্ত, পদ, কর্ণ, মাথা, না থাকিলে মুখ থাকিবে কোথা নরাধম মনসুর কয়, 'এই দেলের ব্যাথা, আরজ বাদ জানাই সালাম। ' - লালন ----------------------------------- "Only the Face of your Lord of Might and Glory will remain." (ar-Rahman 55/27) -----------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।