আজ অফিসের এক প্রয়োজনে ফোন করেছি অন্য এক অফিসে, ফোনটা রিসিভ করল একটি মেয়ে।
অনেকক্ষন কথা হল অফিসের বিষায়দি নিয়ে, শেষে যখন ফোনটা রাখতে যাব তখন রিসিভারে শুনতে পেলাম মেয়েটি বলছে " আগামীকাল বিশ্ব নারী দিবসের আপনাকে অভিনন্দন"
বুঝতে পারলামন না,
না বোঝার কিছু নেই-সপ্রতিভ উত্তর
আমার পালটা বক্তব্য নারী দিবসের অভিনন্দন টা কি আমার কাছ থেকে আপনি প্রত্যাশা করেননি বা সেরকমটাই কি হওয়া বাঞ্চনীয় ছিল না?
মেয়েটি নিরুত্তর
আমি আরো যোগ করলাম, আগামী দিন অর্থাৎ বিশ্ব নারী দিবসে আপনারাই মানে নারী শ্রমিকরাই তাদের অধিকার সংরক্ষনের জন্য আন্দোলন করেছিলেন , আর এই আন্দোলন শুধু আন্দোলনই সীমাবদ্ধ থাকেনি, বিশ্বের সকল নারীকে আত্মসচেতন করে তোলার জন্য এ দিনকে বিশ্ব নারী দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইত্যাদি ইত্যাদি....
সুতরাং এ দিনটার জন্য আপনাদের অবদান নিঃসন্দেহে অগ্রধিকারপ্রাপ্ত।
সে জন্যই আমরা সেলিব্রেট করব আপনাদেরকে কিনা উলটা আপনারা করছেন আমাদেরকে।
সত্যি সেলুকাস !!!
এর কি কোন যুক্তি আছে আপনারাই বলুন >>>
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।