ইদানিং আমাদের সোনার বাংলাদেশে আইন-কানুন রুপায়ন-কারী পুলিশ বাহিনী আনেক কিছু করছে এই বলে যে - 'সরকারের উপর মহলের নির্দেশ ' অনুযায়ী এটা করতে হয়েছে। 'সরকারের উপর মহলের নির্দেশ ' এটার আসল মানেটা কি? এটা তাহলে কি সেই 'জান্তিক গোলযোগের' মতোই নাকি! নিরপরাধ লোকদের নামে মামলা করা হচ্ছে যেমন বিশ্বজীৎকে হত্যার দায়ে সেই ১১ জনের মত কিছু তালা ঝুলানো হচ্ছে আর কিছু ভেরী খুলে দেওয়া হচ্ছে সাধুকে জেলখানায় আর ডাকাতকে মানুষের ভীরে- কাউকে প্রটেকশন আর অনেককে হয়রানী কাউকে গুম অনেককে রিমান্তের পর রিমান্ড নিয়ে ধুমের পর ধুম আগামীতে রেন্ডিসানের ব্যাবস্হাও হতে পারে! পুলিশের কাজ হলো আইন-কানুনের বাস্তবায়ন করা সরকারের নির্দেশ মানার দায়িত্ব সরকারী আমলাদের! সরকারী দলের নেতা কর্মীদের পুলিশের নয়। পুলিশ যদি সরকারের নির্দেশ পালন করে তাহলে এটা গণতন্ত্র বা প্রজাতন্ত্র নয় এটা তাহলে স্বৈরতন্ত্র! বাংলাদেশ কি তাহলে সেই দিকেই এগোচ্ছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।