ভালবাসা মানে কেবলই কষ্ট আর কষ্ট...কারও জীবনে ভালবাসা আসা মানে জীবনের সবচেয়ে বড় ভুল.... কাউকে ভালবাসা মানে জীবনের সবচেয়ে বড় অপরাধ করা...সবচেয়ে বড় ও সবচেয়ে বাজে নেশা হল কাউকে হৃদয় দিয়ে ভালবাসা.....মানুষ কোন কারনে ড্রাগ এডিক্ট হয়ে পড়লে, বুঝে শুনে ভাল পরিবেশের কারনে সে পথ থেকে ফিরে আসতে পারে, কিন্তু কেউ যখন কাউকে হৃদয় দিয়ে ভালবেসে ফেলে আর তার ভালবাসাটা ভালবাসার মানুষের নিকট প্রত্যাখ্যাত হয় তখন হাজার চেষ্টা করেও সেই ভালবাসার কথা ভুলতে পারে না.
.........জীবনের ২৩টি বৎসর কেটে গেল, কারও সাথে ভালবাসার সম্পর্ক তৈরী হয়নি। খুব সুখে ছিলাম, ভাল ছিলাম, আনন্দে ছিলাম। এত বৎসর পর কাছেরই এক আত্মীয়া মেয়েকে ভুলে ভালবেসে ফেললাম। তারপর কেবলই কষ্ট আর কষ্ট। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। আর সবচেয়ে বড় অপরাধ ছিল কাউকে ভালবাসা, জীবনে কখনও ড্রাগ নেইনি। কিন্তু এ নেশাটা হিরোইনের নেশার চেয়েও কোন অংশে কম মনে হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।