আমাদের কথা খুঁজে নিন

   

একটি গদ্য-পদ্য [এটার একটা নাম দরকার]

গান শুনি তন্ময় হয়ে .. ... ..গাই গুন গুন করে যদি কেউ শুনে ফেলে .. ..

সকাল: সূর্যকে পেছনে ফেলে ভোরে'র আরামকে ভুলে যেতে হয়। নয়তো এলোমেলো হয়ে যায় সব। - ননদের প্রভাতী ক্লাস; - শশুড়ের ঘড়ি-ধরা প্রাতরাস; - শাশুড়ীর তেলাওয়াতের মাঝে গরম চা; - আর জসিমের সকালের অফিসের তাড়া - একেবারে তুগলোকী কান্ড। রোজগারের অহমিকায় সে যেন এক আলেকজেন্ডার!!! দিনের রুটিন কাজ স্বস্তিতে করার তাগিদেই, দুপুরের রান্নার কাজ সকালেই করতে হয়। শাশুড়ীর ডাকে জাহানারা "হ্যাঁ মা, আসছি।

" বলে - রান্নাঘর থেকে বেরুতেই - টুকু'র কান্নার আওয়াজ পেয়ে ডুকল নিজের ঘরে। আহা বেচারা নিজের জলেই একেবারে নেয়ে উঠেছে! টুকুকে সাফ সুতরোর মাঝখানেই মুঠোফোনটা বেজে উঠল - প্রস্রাবের কাঁথা পাল্টানোর মাঝেই স্কিনে চোখ বুলালো - জসিমের তিনটি মিস কলড। ইতোমধ্যে শাশুড়ীর দু'বার "বৌ-মা" ডাক হয়ে গেছে সারা। দুপুর ও বিকেল: খাবারের টেবিল - যাত্রা মঞ্চ এক। - কারো ঝোল ভাল লাগে কারো বা ভুনা, - ঘন ডাল কারো চাই, কেউ সজনের ডানা।

- করলা তিতা ছাড়া কারো লোকমা নামে না নিচে। - হলুদ-নুন-লংকার সমন্বয় হয়নি তাই - রান্নাটাই হয়ে যায় কখনো মিছে। একটা ভাত-ঘুম খুব দরকারী। ঠান্ডার অজুহাতে কফের সিরাপ খাইয়ে তাই টুকু'টার সাথে হয় জোচ্চুরী। চোখ বুজতেই ননদের আদুরে ভাবী ঢাকে আবার সচকিত; রাতের ঘুমের বীমার জন্যই তার দুপুর-ঘুমকে বিনিয়োগ করা।

কিন্তু একেলা মুভি দেখলেই যে তার ঘুম পেয়ে যায়; ভাবিকে সাথে নিয়ে দেখবে সিনেমা। রাত: খাবারের টেবিল - কাঠগড়ায় জাহানারা। শ্বশুরের কোন অভিযোগ নেই; তিনি কেবল তার কলিগের বৌমার প্রশংসায় পঞ্চমুখ। শ্বাশুড়ীরও খুব আদরের বৌমা; খুব চিন্তিত তিনি জাহানারা'র শ্রবনিন্দ্রিয় নিয়ে। ননদের আক্ষেপ - ইদানিং সে ভাবীর সান্নিধ্য বঞ্চিত বলে।

জসিম সবই শুনল ভদ্র স্বামী সবই হজম করিল বৌ-এর ভালবাসায়। কেবল বিছানায় শোয়ার আগে - "কি এমন ছাতা-নাতা কাজ করো যে তিনবার কল করেও পাই না" - বলে, আলেকজান্ডার পাশ ফিরে শোয়। লুকিয়ে দীর্ঘশ্বাস - বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী জাহানারা জীবনের প্রাপ্তি মেলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.