লিজা ২০০৮ ক্লোজ আপ ওয়ান এ সবথেকে বেশি পরিচিত মুখ। কারন ২০০৮ ক্লোজ আপ ওয়ান এর তৃতীয় রাউন্ড বিজয়ী এই লিজা। লিজা এর পুরো নাম সোনিয়া সুলতানা লিজা। লিজা এর জন্ম বাংলাদেশ এর ময়মনশিংহ জেলায় ১৯৯১ সালে। লিজা ২০০৮ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তিনি গাজীপুর পাইলট গার্লস উচ্চ বিদ্যালয় এর কমার্স গ্রুপ এর ছাত্রি ছিলেন। বর্তমানে লিজা ময়মনশিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এ ১ম বর্ষে অধ্যয়নরত। লিজা এর ছোটবেলা থেকেই ইচ্ছা সিএ পরার। এবং সেই সাথে লিজার ইচ্ছা তাঁর সংগীত ক্যারিয়ার টাকেও একইসাথে চালিয়ে যাবার। লিজা তাঁর বাবা মা এর সবথেকে বড় সন্তান।
লিজা এর একটি মাত্র ভাই আছে। লিজা মনে করেন তাঁর এই সফলতার পিছনে তাঁর বাবার অনুপ্রেরণা সব থেকে বেশি কাজ করেছে। তিনি যখন প্রথম ক্লোজ আপ ওয়ান এর অডিশন দিতে আসেন যেটা হয়েছিল ময়মনশিংহ শহরে তখন তাঁর এস এস সি পরীক্ষা চলছে। কিন্তু তিনি দুটোর মধ্যে কোনটাকেই বাদ দেন নি। তিনি ছিলেন ময়মনশিংহ শহরের শেষ প্রতিযোগী।
তিনি সেখানে একি সোনার আলয় ছাড়া আরও ৫ টি গান করেন এবং বিচারকরা তাঁর গান মুগ্ধ হয়ে শুনেন এবং তাঁকে ঢাকাতে পরবর্তী অডিশন এর জন্য ইয়েস কার্ড দেন। সেদিন কে জানত যে এই ময়মনশিংহ এর সর্বশেষ প্রতিযোগী ই হবে ২০০৮ ক্লোজ আপ ওয়ান এর চ্যাম্পিয়ন। বিজয়ী হউয়ার পর লিজা ক্লোজ আপ ওয়ান, ইউনিলিভার বাংলাদেশ কে অনেক ধন্যবাদ দেন এই জন্য যে তাদের জন্যই আজ লিজা লক্ষ মানুষের হৃদয় এ স্থান করে নিতে পেরেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।