আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজ আপ ওয়ান এর পার্থ বড়ুয়া

ক্লোজআপ ওয়ান ২০১২ তে বিচারক হিসাবে আছেন বাংলাদেশ এর ৩ জন প্রখ্যাত গায়ক এবং গায়িকা তাঁরা হলেন পার্থ বড়ুয়া, ফাহমিদা নবি এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই ব্লগ এ আমরা পার্থ বড়ুয়া কে নিয়ে কিছু লিখব যদিও তাঁর মত বিখ্যাত গায়ক কে নিয়ে কিছু লেখার মত নেই তারপরও তাঁর জীবনী নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পার্থ বড়ুয়া এর জন্ম বাংলাদেশ এর চট্রগ্রাম এ। তিনি একইসাথে একজন গায়ক, কম্পোজার এবং অভিনেতা। তিনি প্রধানত পপ ঘরানার গান করেন।

তিনি অবশ্য একটা বিখ্যাত ব্যান্ড দলের সাথেও আছেন। সেটি হল সোলস। তিনি এই সোলস এর প্রধান ভোকাল। অবশ্য সোলস তাঁর প্রতিষ্ঠিত নয়। সোলস বহু পুরন একটি ব্যান্ড দল।

এখানে নকিব খান, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরি এর মত শিল্পীরাও ছিলেন এক সময়। তো পার্থ বড়ুয়া এই সোলস জয়েন করেন ১৯৮৯ সালে। এই সোলস থেকেই তাঁর গায়ক জীবনের যাত্রা শুরু হয় এবং তাঁর প্রথম অ্যালবাম রিলিজ পায়। এই পর্যন্ত তাঁর ৮ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর সর্ব প্রথম অ্যালবাম এ এমন পরিচয় যা ১৯৮৯ সালে প্রকাশিত হয় এবং এই পর্যন্ত সর্ব শেষ অ্যালবামটি হল কিংবদন্তি যেটা ২০০৯ সালে প্রকাশিত হয়েছে তবে এই অ্যালবামটি তাঁর দল সোলস এবং বাংলাদেশ এর আরেকটি বিখ্যাত ব্যান্ড দল দলছুট এর যৌথভাবে প্রকাশিত হয়েছে।

পার্থ বড়ুয়া গান ছাড়াও বেশ কয়েকটি নাটক এবং টেলিফ্লিম এ অভিনয়ও করেছেন। তাঁর সর্ব শেষ মুক্তি পাওয়া টেলিফ্লিমটি হল মেড ইন চিটাগাং যেটা ২০১২ তে মুক্তি পেয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.