I'm searching that I've lost...
দ্যা ক্লোজ-আপ
----আব্বাস কিয়ারোস্তামী
একটি ইরানি ছবি। হোসেইন শাবজিয়ান বেকার যুবক। বেকার বলে স্ত্রীও চলে গেছে তাকে ছেড়ে। এজন্য তার অবশ্য খুব বেশী দুশ্চিন্তা নেই। তার নেশা আর পেশা একটাই- চলচ্চিত্র।
(মুহসেন মাখমালবাফ)
ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মুহসেন মাখমালবাফ। হোসেইন শাবজিয়ান তার অন্ধ ভক্ত। ঘটনাচক্রে একটি পরিবারের কাছে হোসেইন নিজেকে মাখমালবাফ পরিচয় দেয় । এবং যথারীতি মাখমালবাফের চরিত্রে দিব্যি অভিনয় করে যায় সে। কথা দেয় তাদের বাড়ীতে সে (নকল মাখমালবাফ) পরবর্তি ছবির শুটিং করে বাড়ীটাকে বিখ্যাত করবে।
বাড়ীর লোকজন মহাখুশি। সম্মান, আপ্যায়নে ত্রুটি হয় না হোসেইন সাবজিয়ানের।
দুভাগ্যক্রমে নকল মাখমালবাফ ধরা পড়ে যায়। পুলিশ আসে। অতপর আদালতে মাখমালবাফরুপি হোসেইন শাবজিয়ান তার জীবন ইতিহাস বলে বিচারকের সামনে।
বেকার সে। চাকরী পায় না। স্ত্রীও চলে গেছে। হতাশ হোসেইন ভাবে বিখ্যাত লোকজনের কদর সবজায়গায়। তাই বিখ্যাত হবার অভিনয় করে।
তার ধারণা তার মত দু:খি মানুষদের কষ্ট নিয়ে সমাজের কেউই ভাবে না। শুধু একজনই ভাবেন। তিনি মাখমালবাফ। তার ছবিতে এরকম চরিত্র ফুটে ওঠে। তাই সে তার ভক্ত।
একজন বিখ্যাত লোকের চরিত্রে শুধু এজন্য অভিনয় করেছে যে কিছু সময়ের জন্য সে নিজেকে শান্তনা দিতে পেরেছে যে না আমি একদম অকর্মন্য নই। অন্তত অভিনয়টা তো পারি।
আদালত এবং অভিযোগ কারীরা তার জীবন কাহীনি শুনে তাকে বেকসুর খালাস দিয়ে দেয়।
জেল থেকে বের হয়ে আসল মাখ্মালবাপের সাথে দেখা। প্রতারীত পরিবারটির কাছে যায় মাখমালবাফের মটর সাইকেলে চড়ে।
ক্ষমা চাওয়া দরকার তাদেও কাছে । সংগে করে একটি ফুল গাছ নিয়ে যায় উপহার হিসেবে। সিনেমা এখানে শেষ।
সত্যি বলতে এতক্ষণ যা শুনলেন তা কোন সিনেমা নয়। পুরোটাই বাস্তব।
ইরাণে ঘটেছে এটা। আরও আশ্চর্যজনক হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া ব্যাপারটাই ভিডিও করা হয়েছিল। পরবর্তীতে কিছু দৃশ্য রি-শুট করা হয়েছে বাস্তব ঘটনার পাত্র-পাত্রীদের দিয়েই। ভাবতে পারেণ কতটা দুরুহ কাজ এটা! আব্বাস কিয়ারোস্তামী বলে কথা। তিনিই এ দুরুহ কাজকে বাস্তবে রূপ দিয়েছেন।
পত্রিকায় সংবাদ দেখে আগ্রহী হয়েছিলেন ছবি বানাতে। কোজ আপ বিখ্যাত তার এ পারঙ্গমতার জন্য।
রিলিজ হয় ১৯৯০ এ। ১০০ মিনিটের ছবিটাতে কোন পেশাদার শিল্পী নেই। ভাসা ফারসী।
সমস্যা নেই, ইংরেজি সাবটাইটেল ডাউনলোড করে নিলেই হল।
(পরিচালক আব্বাস কিয়ারোস্তামী)
না দেখে থাকলে প্রথম সুযোগেই ছবিটা দেখে ফেলতে পারেণ। ছবি প্রেমিক, সাহিত্যিক, শিল্পী, জ্ঞানপিপাসু কিংবা আম-জনতা- আপনি যা’ই হন না কেন আমি হলফ করে বলতে পারি কোজ আপ দেখার পরে চিন্তা করতে বাধ্য হবেন- আপনাকে নিয়ে, সমাজ কে নিয়ে, শিল্পকে নিয়ে এবং স্রস্টাকে নিয়ে।
ক্লোজ আপের ডাউনলোড লিংক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।