সাভারের আমিন বাজারে পুলিশ ফাঁড়ির চাঁদাবাজির ঘটনায় এসআই ওলি আশরাফ, এ এসআই লুৎফর রহমানসহ ২১জন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আজ সকালে তাদেরকে আমিন বাজার থানা থেকে ক্লোজ করা হয়।
গতকাল সাভারের আমিন বাজারে মাছ ও গোস্ত বাজারে পুলিশ চাঁদাবাজি করার সময় আন্দোলনে নামে ব্যবসায়ীরা। এসময় তারা রাস্তা অবরোধ করে চাঁদাবাজ পুলিশের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানায়। পরে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের ফলে অবরোধ তুলে নেয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রথমে সাভার থানায় ও পরে পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।