এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এখন পুরোমাত্রায় চমস্কি প্রভাবিত। নম চমস্কির বইয়েই নাকি সারাদিন বুঁদ হয়ে থাকেন তিনি। বিশেষ করে মার্কিনিদের সমালোচনায় শ্যাভেজের কথায় কথায় চমস্কির উদাহরণ। চমস্কির সুরে সুর মিলিয়ে শ্যাভেজও সমঙ্্রতি বলেছেন, দমন নীতির বিস্তারে মার্কিন সাম্রাজ্য এখন মরিয়া, আমরা এ একনায়কতন্ত্রকে স্বীকৃতি দিতে পারি না।
যুক্তরাষ্ট্রবিরোধিতাই কী তবে শ্যাভেজ-চমস্কি যোগসূত্রের কারণ। হয়তো তাই। মার্কিন সাম্রাজ্যের গতিবিধির সমালোচনায় চমস্কির উদ্ধৃতিও দিতে মোটেই কার্পণ্য করেন না শ্যাভেজ। এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যখন প্রেসিডেন্ট বুশকে 'শয়তান' বলেছিলেন, তখনও তিনি নম চমস্কির উদ্ধৃতি দিয়েছিলেন। এরই মধ্যে ভেনেজুয়েলার স্থানীয় ভাষায় চমস্কি অনুবাদের কাজ শুরু হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।