আমাদের কথা খুঁজে নিন

   

সোনার কাঠি-রুপার কাঠি কিম্বা যাদুর কাঠি প্রসঙ্গে...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আমি আশাবাদী হইতে চাই না, তিনি কি করবেন তা দেখনের কোন শখ আমার হয় না, দুর্নীতিবাজ গডফাদারগো জেলে ঢুকাইয়া তাগো সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তিনি আইসা ক্ষমতায় গদীনসীন হইলে এরা তো দূরের কথা আর কোনরম দুর্নীতি প্রশ্রয় পাইবোনা কোথাও! এইরম প্রত্যাশা করনটাও আমার কাছে অহেতুক মনে হয়...ইনুস সাবরে আমি ত্রাতা হিসাবে দেখতে এক্কেরেই কোন যৌক্তিক ভিত্তি দেখতে পাই না। তার সাথে আমেরিকা-ওয়ার্লড ব্যাংক-আইএমএফ কিম্বা ইউরোপিয়ান ইউনিয়ন আছে কি নাই, এইসবও আমার কাছে বিবেচনার বিষয় মনে হয় না। তিনি ক্ষমতায় আসলে দেশরে সিঙ্গাপুর বানাইবেন, বড় বড় দালানকোঠা, ধুলিহীন ফুটপাথ, ডিজিটাল ভাচর্ুয়াল পুলিশ স্টেশান, পর্যটনের অভয়ারণ্য, হরে দরে বিদেশী বিনিয়োগ, বেকারত্বের হার সবসময় 5%-এর নীচে...এইরম অনেকে স্বপ্ন দেখতে শুরু করলেও আমি তার কোন বাস্তব ভিত্তি দেখি না। এমন কি তিনি বর্তমানের ক্ষমতার দৌরাত্মমূলক রাজনীতি থেইকা বাইর হইয়া অবাধ হস্তক্ষেপবিহীন জীবনের খোঁজ দিবেন আমাগো, এইটাও আমার কাছে বিশ্বাস্য মনে হয় না। ইনুস সাব রাজনীতির মানুষগো থেইকা কালো টাকা বাইর কইরা সাদা রঙ দুধের নহর বহাইয়া দিবেন এইটা আমার অসম্ভব মনে হয়! বর্তমানের বাংলাদেশে আসলে কি প্রয়োজন...কেমনে তার উন্নয়ণ সম্ভব এইসব প্রশ্ন যদি আমারে করেন, আমি তার কোন স্পেসিফিক উত্তর আপনাদের দিতে পারুম না...কিন্তু একটা কথা আমি কইতে পারি জোর গলায়, চাপাইয়া দিয়া কোন পরিবর্তন আনা সম্ভব না, সেইটার চচ্র্চা শত বচ্ছর করলেও না! পরিবর্তনের লেইগা প্রয়োজন মতাদর্শের বিশেষ্যী করণের...বিকেন্দ্রীকরণ উন্নতির শর্ত হিসাবে কখনোই খুব ভালো উপায় না। আমি অনেক নিরাশার কথা কইলাম...অনেকেই আমার দৌরাত্ম-স্পর্ধা দেইখা খেইপা বিলা হইবেন, অনেকেই যুক্তির অভাব খুঁইজা পাইয়া খুব আহ্লাদিত হইবেন...মওকা পাইলেন...ভাস্কর এইবার বালখিল্য দেখাইলো বহুত বইলা অনেকে কিঞ্চিত হাইসাও নিবেন...কিন্তু আসলেই আমি নিজে ইনুস সাবের হাতে আমাগো উন্নয়ণের যাদুর কাঠি দেখি না...আমাগো সোনার কাঠি শিয়রে, পায়ের কাছে রুপার কাঠি গড়াগড়ি খায়...এইগুলি চুরি না কইরা কেবল স্থান পরিবর্তনের প্রয়োজন...যেইটা ইনুস সাবের মাথায় আসনের কোন সম্ভাবনা আমি দেখি না। কেবল অপেক্ষায় আছি তার দলের অন্য লোকগো নাম তিনি কবে বলেন! তারপর দেখা যাবে...আমারে বধিবে যে, গোকূলে বাড়িছে সে? আসলেই!?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.