রিম ঝিম ঝিম বৃষ্টি
কাঁপে থর থর কুমারী।
একি অপরূপ সৃষ্টি
একি রূপ হায় তোমারি।
বাধা মানেনাকো অন্চল
বারে বারে যেন উড়ে যায়।
আঁখি দুটি তাঁর চন্চল
মন যেন ঊরে দূরে যায়।
মেঘ হয়ে যায় বৃষ্টি
ছুঁয়ে যেতে ঠোঁট তোমারি।
আমি হতে পারি সব কিছু
যদি মোরে চাও কুমারী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।