আমাদের কথা খুঁজে নিন

   

আমরাও লুচি খাইছি !!

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সাকিবের উছিলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে জাযুঘরের গেটে দাড়াইলাম। বদ পোলার খবর নাই ! মেজাজ মর্জি ফরটি নাইন থেকে সিঙ্টি নাইনের দিকে যাচ্ছে ! বিরাট একটা ব্যাগ কান্দে নিয়া, উত্তর দিক হইতে বদ পোলার আগমন ঘটিল। কতক্ষন আজাইরা প্যাচাল পারলাম, ফাও হাটাহাটি করলাম।

আবু সালেহ আসলো আরো আধা ঘন্টা পর। সাদিক আসলো আরো 20 মিনিট পর। তারপর গেলাম আজিজ মার্কেটের দুই তালায়, সেই ঐতিহাসিক লুচির হোটেলে। লুচি খাইয়া গর্ব বোধ করলাম। আমরাও খাইছি ! আমরাও কম যাই না ! বিঃদ্রঃ আবু সালেহ লুচি খায় নাই ! ইস্পেশাল ফোনে কি কি যেন খাইছে।

বেচারা ! বিখ্যাত লুচি স্মৃতি ঃ 08 ফেব্রুয়ারী 2007ইং, বৃহষ্পতিবার, রাইতের বেলা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।