নীলাম্বরী কোন নারীর সঙ্গে কাটেনি আমার একটি দিনও
নিরাভরিত ঐশ্বর্য্য দেখা দূরের কথা।
কেননা অনুভবের জন্য এখনও আমাকে সময়ের মাত্রা পেরুতে হয় ।
যেমনটা কড়ির বদলে টাকা ব্যবহারের জন্যে পেরুতে হয়েছিল ।
তবুও জয় হোক এই সব বাধাবাধির, সীমাবদ্ধতার ।
এই সবের মধ্যকার থেকেই আমার দিনগুলো হয়ে ওঠে টক ঝালে চড়া ।
যাকে চাই, যেভাবে চাই- পাইনা ।
তাই মা আমার কাছে প্রিয়ার পরিপূর্ণতায় ভরপুর
আমার পূন্যাত্মাশ্রিত ভালবাসার আধার,
আর সবুজ জঞ্জায় ঘেরা কর্ণফুলি, লাস্যময়
কোন এক নারী,
আমার আদি রসাশ্রিত ভালবাসার আধার ।
(মুগ্দা পাড়া, ঢাকা 25 শে আশ্বিন 1398)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।