আমাদের কথা খুঁজে নিন

   

নিজ দায়িত্বে..



আজকাল একটা জিনিস লক্ষ্য করছি ভাচর্ুয়াল সবকিছুই কমপ্লিলকেটেড। শুধু বোকারা নয় বুদ্ধিমানরাও এর গেরাকলে পড়ে যান। নিজেও এর স্বীকার। যাইহোক তবে ভাল মানুষের যে দেখা পাইনি তা বলবো না। পেয়েছি আর সেইসাথে খারাপ মানুষেরও।

একসময় কষ্ট পেয়ে কেদেঁছিও। তারপর একদিন মনে হলো দোষটা আমারই। হয়তবা অনেকে চিন্তা করবে আমার সাথে এমন করলো কেন যাকে বিশ্বাস মমতা স্নেহ দিয়ে কাছেটেনে নিলাম সেই কিনা বিশ্বাসঘাতকতা করলো। হুম আমি দূর্বল তাই ওদেরকে ব্লেলইম করে দায়বদ্ধতা থেকে মুকিত পেতে চাই। কিন্তু যুক্তি দিয়ে চিত্তা করলে দেখা যাবে নিজে না চাইলে কোনকিছুই সম্ভব নয়।

তাই জীবনের দায়বদ্ধতা এখন নিজের হাতে। তাই শেল্লাগান এখন একটাই "ভালবাসুন নিজ দায়িত্বে বিশ্বাস করুন নিজ দায়িত্বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.