আমাদের কথা খুঁজে নিন

   

দায়িত্বে অবহেলার দায়ে ৬ পুলিশ প্রত্যাহার

পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এরা হলেন- কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী, লক্ষ্মীপুরের রায়পুর থানার এএসআই মো. মহসীন, কনস্টেবল মো. মুস্তাফিজুর রহমান, শফিকুল আলম, পীযুষ চন্দ্র পাল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. শফিক।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার জন্য এদের প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে ওসি ওয়াজেদকে রাজারবাগ পুলিশ লাইনে এবং বাকিদের জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগও রয়েছে।

রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, গত ২১ জানুয়ারি দরপত্র ছিনতাইয়ের ঘটনায় এএসআই মহসীন ও তিন কনস্টেবলের বিরুদ্ধে পুলিশের নিরাপত্তার গাফিলতির অভিযোগের বিভাগীয় তদন্ত হয়। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.