আমাদের কথা খুঁজে নিন

   

জুতা মারো

নাজমুল ইসলাম মকবুল জুতা মারো (প্যারডী গান) নাজমুল ইসলাম মকবুল যারা ওই শাহজালালের নামের পাশে মুর্তি বানায় জুতা মারো সবাই মিলে ওদের গালে। ওরা সেই গৌড় গোবিন্দের উত্তরসুরি সিলেটবাসীর ঈমান নিয়ে ছিনিমিনি ওরাই খেলে।। নমরুদ এবং ফেরাউনের প্রেতাত্মারা ভিনদেশিদের পোষা কুকুর টাউট বাটপার দালাল ওরা শান্ত সিলেট সয়না ওদের আগুন নিয়ে তাইতো খেলে।। অতীতেও খেলেছিলো এমন খেলা সিলেটবাসী ওদের গলায় দিয়েছিল জুতার মালা রক্ত দিয়েছিলো তখন সিলেটবাসী সেই কথাটি আজও তোরা যাসনি ভুলে।। কোটি কোটি মানুষ আজও উপোষ থাকে মজলুমানের আহাজারি ওই শোনা যায় রোগে শোকে কোটি টাকার মুর্তি গড়ার ধরলো কেন ঘোড়া রোগে তাকবীর বলে আঘাত হানো ওই শালাদের উৎস মুলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.