আমাদের কথা খুঁজে নিন

   

'মৃতু্যর আগে' - একজন লক্ষীন্দর

আ মা র আ মি

চোখের সামনে দিয়ে কিছু মানুষ কি সহজেই রাস্তা পার হয়ে যায়। যেন ওরা নিশ্চিত জানে ওরা মরবে না। আমি অবাক চেয়ে থাকি। একদিন আমিও পেরুতাম বাধা অনায়াসে সম্পর্কের ফাক গুলোর মধ্য দিয়ে ফাকি দিয়ে চোখ। একদিন পথে টাকা হারিয়েছিলাম দশটা।

আর সে দুঃখ ছুয়ে ছুটে ছুটে চলেছি তীব্রতার প্রচন্ডতায়। একে একে পেরিয়েছি সামনের মানুষটিকে একদিন। সেদিন বুঝতাম মাথার কোষে কাব্য লিখতে লিখতে ছুটতে ছুটতে কি দারুন প্রসব যন্ত্রনা। মন্ত্রের লাইন কবিতায় আওরাতে আওরাতে ছুটে যেতাম আমি একদিন। আজ আমি রাস্তার পাশে দাড়িয়ে আছি ঠাঁয়।

খুজে ফিরি এতটুকু পথ দম ফেলবার। পথ পেরুতে পারিনা আমি। আজ আমি নিশ্চিত জানি, আমার তীব্র মৃতু্য হবে মণষার ভীষণ বিষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.