আমাদের কথা খুঁজে নিন

   

একটি পূর্ব-কল্পিত মৃতু্যর বয়ান/ হঠাৎ মৃতু্যর সাথে দেখা হয়ে গেলে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

অসহ্য কোলাহলে শীৎকাররত পথে দেখা হয়েছিল তোমার সাথে মগজের ধূসরে তখন পড়তে শুরু করেছে প্রাজ্ঞতার মলিন প্রলেপ পরিপূর্ণ দিবা-রাত্রি যাপনে দৃষ্টির নবীন অভিপে নিরাপত্তা কর্মীদের সতর্ক চোখ এড়িয়ে আমি ছুটে গিয়েছিলাম তোমার শব্দের কাছে কখনোই সম্পূর্ণ বাক্য নয় একটা অসম্পূর্ণ গোঙ্গানীর মত, আদিজ ও অবিনশ্বর উচ্চারণের কাছাকাছি, তবুও অস্ফুট বঙ্গপোসাগরের উত্তাল সাইকোনে সে সময় ভেসে উঠছিল মাঝিমাল্লার লাশ আর কর্পোরেট হাঙ্গরের পেটে হজম হচ্ছিল একটা প্লাস্টিকের ফাওয়ার-ভাস এদিকে সহস্ত্র বৎসরের জমে ওঠা বইগুলো আঁকড়ে ছিলেন নিমগ্ন পাঠাগার আর একমনে দেখছিলেন কাঞ্চন নদীর দুপাশে জেগে ওঠা সভ্যতার ভাগার আমি দেখছিলাম ুদ্র শহরের মলে জমাটবেঁধে স্তব্ধ হয়ে যাওয়া প্রকৃতির আকুতি আর তুতবাগানের ঝোপে বালকবালিকার মধুর সামাজিক চু্যতি শোন! তোমাকে বলি; বহুকাল আগে আমারো ছিল এমন দু্যতিময় চু্যতি অদ্ভুত সুগন্ধ মাখা, নির্ভার কাশফুলের স্মৃতি শোন! তোমাকে বলি; কাঞ্চনের কৃষ্ণ জলে আমিও ঘুমিয়ে পড়েছি বহুবার ঘরে ফেরার সুখে অাঁচড় কাটেনি কোন হিংস্র হাহাকার অথচ তোমার ছলনাময় শোভায় এখন মনে হয় আমি সূর্য্য হতে এত অনন্তক্রোশ দূরে যেন আনমনে ভেসে যাব শুভ্র অপার্থিবের সুরে তাই ব্যাকরণ বই কাঁধে আমি হেঁটে চলেছি তোমার পাশে পাশে ছুটে চলেছি সেই পথে যেখানে জীবনের সব নদী এসে মেশে শোন! তোমাকে বলি আমি জানি তুমি বধির, তোমার নেই শ্রাব্যতার সুখ তারপরও বলি, সহস্র কাশফুল হারিয়ে গেলেও একবারও কেঁপে উঠবেনা তোমার বুক শোন! আমি খুব স্পষ্ট জানি তোমার কোনক্রমেই নেই অন্য অবস্থিতি তুমি শুধু ব্যার্থ হাহাকারের অলস পলাতক গতি পরিশেষে তুমি কেবলই মৃতু্য, কেবলই দূর্দান্ত বেঁচে থাকার যতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.