সযতনে খেয়ালী!
[গাঢ়]"মৃতু্যর শহর"[/গাঢ়], বইটি নিয়ে কথা বলতে গিয়েই গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া পরিস্থিতি গুলো চোখের সামনে ভেসে উঠছিলো। একটা দেশের রাজধানী কত সহজেই না নোংরা রাজনীতির স্বীকার হয়ে পরিনত হয়েছিলো নরকে। কতগুলো তাজা প্রাণের লোহিত কণিকার স্পর্শ পাবার পর এখন আবার আপাত: শান্ত সে শহর। এ এমনই এক শহর যে ঝরে যাওয়া প্রাণ গুলোকে আপন করে নিতে পারলো না, ঠাঁই দিতে পারলোনা নিজের বুকে পরম শান্তির পরশে! উপরন্তু কয়েকটা "জীবন্ত" জীবনকে ঠেলে দিল মৃতু্যর কালো দুয়ারের দিকে।
[গাঢ়]"মৃতু্যর শহর"[/গাঢ়] বইটির মাঝেও কোথায় যেনো লুকিয়ে আছে শহরের সাথে মানিয়ে নিতে না পারা কোন এক মর্মকথা। কোথাও যেনো খুঁজে পাওয়া যায় নিজের ভেতরের উজার করে দেওয়া সব খেদ। বইটি নিয়ে ব্লগার [link|http://www.somewhereinblog.net/ashimulblog| Av
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।