আমাদের কথা খুঁজে নিন

   

তুষারের দেশে আনন্দের এক একটা দিন..................।

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... তাপমাত্রাটা আসলে খুব বেশি খারাপ না... যদি না বাস মিস করে খোলা আকাশের নীচে আধা ঘন্টা দাড়ায়ে না থাকা লাগে। বাবা মায়ের দোয়াতেই বলতে হবে আজকে কোমড়ের হাড্ডি ঠিকঠাক মতো আছে। সকালে ক্যাম্পাসে যাবার জন্য, বাসা থেকে বের হতেই ধপাস্‌ করে বিশাল একটা রুই মাছ ধরে ফেললাম তুষারের মধ্যে।

কিছু বুঝে উঠবার আগেই আমার পরশী জ্যাক (বিশাল কুত্তা) ডাকতে শুরু করলো, কাচের জানালার ওপাশ থেকে। তাকিয়ে দেখলাম ওভার কোটের পকেট খালি করে সব জিনিস শুভ্র তুষারে গড়াগড়ি খাচ্ছে আমারই সাথে। ভাবলাম বাঙ্গাল, বন্যার দেশ থেকে আসছিস এতো দিন হয়ে গেল, তবু অভ্যাস বদলালো না। কোনদিনই ধীরে সুস্থে বাসা থেকে বের হওয়া আর হলো না, তাই তো বরফ জমা সিড়িটা তুষারে ঢেকে যাওয়ায় দৌড় দেবার খেসারত দিতে হলো পিছলা খেয়ে। পরে তুলে রাখলাম কিছু ছবি, ধরে রাখতে চাইলাম কিছু সময় স্মৃতির পাতায়।

সাথে আগের তোলা কিছু ছবি...।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.