আমাদের কথা খুঁজে নিন

   

তদন্তের বিরুদ্ধে যে তদন্ত হইতেছে তার বিরুদ্ধে এখন পালটা তদন্ত হইবে



মিথিলা পরিস্তিতি আগে চাইতে জটীল হইছে। রুবেল তার সব পোস্ট মুচ্ছে। রাগইমন এখনও সরাসরি অস্বিকার করে নাই যে সে মিথিলা চক্রান্তে জড়িত না। বরং অন্যান্য ভুজুং ভাজুং দিতেছে এবং দিয়া পরিস্কার করতেছে সে ভালোভাবেই জড়িত, এবং তাতে সে বিন্ডুমাত্র লজ্জিত না। এদিকে কর্তারা রাগইমনকে মডারেটর বানাইছেন বইলা গুঞ্জন শোনা গেছে।

জামাত সমর্থক আরো একজন মডুরাম এর মধ্যেই তার কাজ শুরু করছেন। জোটের বাইরের একদল তদন্ত করতেছিল, তাদের বিরুদ্ধে আরেকদল পরে তদন্ত শুরু করছিল। এখন দেখা যাইতেছে অগাতা, ফেলু , এরশাদ এদের বিরুদঢে এখন আরকে নতুন গুষ্ঠি তদন্ত শুরু করবে (সম্ভত হারাধন, গান্ধিপোক এইদের নেতা)। একজন বল্ল সবই নাকি পুরানা বুইড়া ব্লগার হাবুমহাজনের কাজ। যদিও ভেরিফাই করতে পারি নাই।

এই হলো আইজকের আপডেট। কাইল আবার লিখুম, মডারেটর ঘপলাবাজি না করলে। এইবার বেড়ায় আসলে ক্ষেত খাইব, আন্দোলনের উপায়ও নাই, জোট-মহাজোট সব এখন মডুরাম ধান্ধায় ব্যস্ত। যারা নিরপেক্ষ আছেন মনে কইরা এইখানে কমেন্ট দিয়েন, গুইনা রাখা দরকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.