আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের ব্যর্থতা এবং তদন্তের নতুন নাটক

যুদ্ধাপরাধীদের বিচার চাই চাতক পাখির মতো তাকিয়ে আছে দেশের প্রতিটি মানুষ সরকারের দিকে। সাগর-রুনির খুনীদের সনাক্ত করা হবে। বিচার চেয়ে, দ্বারে দ্বারে ঘুরছে সাগর-রুনির পরিবার। সবাই খেলছে তাদের অনুভূতি নিয়ে। কখনো রাজনীতিবিদগণ, কখনোবা প্রসাশন আবার কখনো সাংবাদিক নেতারা।

হয়তো কিছু সাধারণ মানুষ জীবনের টানে ভুলে যায় কিছুক্ষণের জন্য তাদের কথা, কিন্তু সব প্রাণের একটাই দাবি, '' আমরা সাগর-রুনি হত্যার বিচার চাই''। সাজানোগুমের নাটকের নায়ক এক সন্ত্রাসী নেতাকে নিয়ে উদ্বিগ্ন হয় ইইউ। অথচ সাগর-রুনির জন্য জাতিসংঘের সামনে মানব-বন্ধন করেও সাড়া পায় না সাধারণ জনতা। মেঘের দ্বায়িত্ব নেয়া নিয়ে কত মানুষ কত নাটক করলো তার কোনো হিসাব নেই। মেঘ এখন আর সাগর-রুনির মেঘ নাই, এখন আমাদের মেঘ।

প্রতিদিন নতুন নতুন খবর। নতুন খবরের ভাঁজে আর গন্ধে হারিয়ে যাচ্ছে সাগর-রুনি। কচিৎ কখনো বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাসে লিখে বাঁচিয়ে রাখছেন তাদের। যদি সত্যি খবর প্রকাশের দায়ে এই পরিণতি চলতে থাকে, তাহলে কেন এই সাংবাদিকতা পেশা । কি প্রয়োজন বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকতা বিভাগ খোলার আর কি বা প্রয়োজন পেশাদার সাংবাদিক তৈরি করার? বন্ধ করে দিন সাংবাদিকতা নামক এই সত্য প্রকাশের কারখানাকে।

তালা লাগিয়ে দিন সাংবাদিকতা নামের অকেজো কারখানাকে। বন্ধ করে দিন সকল নিউজ চ্যানেল। সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেশের আইন বিভাগ, বিচার বিভাগ সবাইকে তো কব্জা করে রেখেছেনই, এখন না হয় সাংবাদিকদেরও কব্জা করবেন। এমনতো নয় যে তাদের কথা বলা বন্ধ করতে পারেননি।

কারন, তাদেরও বাঁচার সাঁধ আছে। মরে গিয়ে সাগর-রুনি হয়ে কি লাভ? বিচারতো পাবেনা। সেই সঙ্গে আছে ফুচকা, পিঠা আর চায়ের দাওয়াত। সাগর-রুনির মতো মেধাবী মানুষদের এই পরিণতি হওয়ার তো কথা ছিলনা । শুধু মেধাবী বলে নয়, প্রতিটি সাধারণ মানুষই তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়।

আজ পুলিশ থেকে র‌্যাব তারপর হয়তো আরো কিছু। কঙ্কাল তোলা হবে নতুন করে। নতুন করে হবে ময়না তদন্ত। সত্য কি প্রকাশ পাবে? মেঘ কি পাবে তার বাবা-মায়ের বিচার? আর কতদিন সাগর-রুনির মায়েদের আকুতি আর চোখের পানি আছড়ে পড়বে তাদের নিজের ঘরের দেওয়ালে। মেঘ তো আর কোনোদিন রাজনীতিবিদ হতে পারবে না যে বড় হয়ে নিজের বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিবে।

এই নিয়তি লেখা হবে ভবিষ্যতে সত্যের কলম ধরা লড়াকুদের। এই লিংকটি দেখুন Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.