শ্রীলঙ্কা দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে কথিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্তের আহবান প্রত্যাখ্যান করেছে। দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বাসিল রাজাপক্ষে বার্তা সংস্থা এএফপিকে বলেন, সরকার কোনো অবস্থাতেই এখানে আন্তর্জাতিক তদন্তের দাবি মেনে নেবে না। বাসিল রাজাপক্ষে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষের ভাই। শ্রীলঙ্কা সরকার আগামী মার্চের মধ্যে সে দেশে যুদ্ধাপরাধের ঘটনা তদন্তে পদক্ষেপ না নিলে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের জন্য তিনি চাপ দেবেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্যের জবাবে গতকাল কলম্বো এ মন্তব্য করল। এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির উত্তরাঞ্চলে তামিল নেতাদের সঙ্গে দেখা করেছেন।
প্রতীকী এ সফরের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের 'দুর্দশার দিকে সবার দৃষ্টি নিবদ্ধ' হবে বলে মন্তব্য করেছেন তিনি। দেশটির রাজধানী কলম্বোয় এর আগে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনের আলোচনায় মূলত দেশটিতে গৃহযুদ্ধের শেষ দিকে তামিলদের ওপর সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে ভারত, মরিশাস এবং কানাডার নেতারা আগেই কমনওয়েলথ সম্মেলন বর্জন করলেও এ দলে যোগ দেননি ক্যামেরন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলতে তিনি সম্মেলনে যোগ দেন। প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালিয়ে বিজয় অর্জন করে। এ সময় ৪০ হাজার তামিল বেসামরিক নাগরিককে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আর এ ঘটনারই আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল। বিবিসি, এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।