আমাদের কথা খুঁজে নিন

   

মৃতু্য তোমায় ধিক

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

যদিও একরাশ থুথু ছুড়ে তোমার দিকে এগুতে থাকা যদিও কিছু স্বপ্নীল আবেশের শেষে নিমগ্ন পরিসমাপ্তি যদিও কিছু অকৃত্রিম আবেগের স্থানিক রদবদল যদিও নিশ্চুপে অথবা সশব্দে অনুপস্থিত হয়ে যাওয়া তবুও মৃতু্য তোমার ধিক উৎসর্গের প্রহসনে আকন্ঠ ডুবে নিভু নিভু প্রদীপটাকে শেষবার চুমে আমরা সবাই জীবিতজনেরা প্রিয় প্রত্যাবর্তনের আগ্রাসী হুংকার ছেড়ে সকল বন্ধনের সবটুকু ভালোবাসা জুড়ে সুস্পষ্ট জানাতে চাই মৃতু্য তোমায় ধিক জানি, আমরা হবনা অমর কালান্তিক তবুও তোমার করবনা উপসনা গৃহে কিংবা প্রার্থনালয়ে শুধু অপ্রিয় অনুপস্থিতিকে সবটুক জড়িয়ে জানাতে চাই ধিক, মৃত্য তোমায় ধিক..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।