আমাদের কথা খুঁজে নিন

   

বিনয় মজুমদারের মৃতু্য

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

আমার বন্ধু মাদল হাসান বিনয়ের খুব ভক্ত। আমি তাকে একদিন বলি, মাদল তোর শুধু মুখেই বিনয়। অন্তরে বিনয় নাই। অন্তরে তুই বিনয়কে আমল করতে পারিস নাই।

আমার কথা শুনে মাদল একটু হতচকিত হয়ে গিয়েছিল। বরাবারের মতো গর্বভরে উত্তর দিতে পারে নাই। আমরা যারা বিনয়ের কবিতার সঙ্গে বড় হয়ে উঠেছি। জীবনে ব্যর্থ হতে চেয়েছি বিনয় মজুমদারের মতো। যারা বিনয়কে কবিতার শহীদ বলে জেনেছি।

তাদের পক্ষে অন্তরের বিনয় আর মুখের বিনয় মানে বিনয় মজুমদার। একটু আগে মজনু শাহ ফোনে বললেন, দুঃসংবাদটা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। আজ সকালে বিনয় মজুমদার মারা গেছেন। অতএব 1934 সালের 17 সেপ্টেম্বর ভারতের কলকাতায় জন্ম নিয়ে 11 ডিসেম্বর 2006-এ মারা গেলেন বিনয় মজুমদার। এইকথা আনন্দবাজার প্রচার করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।