মেমন
আর কোনই বা কষ্ট হবে না? ঈদ বন্ধে একটু সময় থাকে ঘুরে বেড়ার জন্য। যে হুতো করবানীর ঈদ তাই একটু জামেলা হতেই পারে।
ঈদের আগে আব্বু, আপুরা প্রেন করেছিলাম
বিক্রমপুর যাব, সিলেটে যাব ও ঢাকার আত্রীয় সজনের বাসায় যাব। হায় আল্লাহ, এতো যে প্রেন করিছি.... কতো ছিল করব..... সব মাটি.....
ঢাকার আত্রীয় সজনের বাসায় যাব, হিমম, গিয়েছে... কিন্তুমেমন বাদে, গেছে কিন্তু সাথে আমার ছোট (2 বছর) বোনকে আমার কাছে রেখে গেছে।
ঠিক আছে গেল, কিন্তু আমাকে রেখে যাওয়ার কি দরকার ছিল........... (আম্মাআআ)
খালি খালি আমাকে কষ্ট দিল........
এখন বিক্রমপুর, সিলেট কি..... রাস্তায় পা রাখতে পারি নেই........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।