যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বিখ্যাত হয়ে ওঠা ব্লগারদের নিয়ে সাক্ষাতকারভিত্তিক পোস্ট "আগুনের পরশমনি" তে এবারের অতিথি রাগ ইমন। কবি হিসেবে পরিচিতি লাভ করলেও অংশগ্রহণ করেন যেকোন বিতর্কে। ধর্ম, সাহিত্য, রাজনীতি সবকিছুতে তার অনুসন্ধানী বক্তব্যের মধ্যে থেকে ভালোবাসাই প্রধান হয়ে ধরা দেয় পাঠকের চোখে। জীবনবাদিতা ও সহাবস্থানের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে তিনি ব্লগ কালচারকে ভিন্ন অবস্থানে আসীন করেছেন নিঃসন্দেহে।
রাগ ইমন নামের আড়ালে লুকানো একজন প্রচন্ড আত্মবিশ্বাসী মানুষ এবার তার সমসাময়িক রাজনীতি, সমাজ, ধর্ম, সাহিত্য নিয়ে ব্যক্তিগত দৃষ্টিভংগি জানাবেন আপনাদের। প্রশ্ন করুন নিঃসঙ্কোচে, রাগ ইমন উত্তর দেবেন সময় করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।