মুমিনগন সফল হয়েছে
যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে
তবে তাদের স্ত্রী কিংবা মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না
অতঃপর কেউ এদর ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লংঘনকারী হবে।
(((((((((((( সূরা আল মূমিনুন / আয়াত 1-7))))))))))))))))))))))
আয়াত সংখ্যা ঃ 50
হে নবী! আপনার জন্য আপনার স্ত্রীগনকে হালাল করেছি, যাদের আপনি মোহরানা প্রদান করেন। আর দাসীদের হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ব করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফফাতো ভগ্নী, খালাতো ভগ্নী, খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে। কোন মুমিন নারী যদি নবীর কাছে নিজেকে সমর্পন করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনারই জন্য অন্য কারো জন্য নয়।
আপনার অসুবিধা দুর করার জন্য। মুমিনগনের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।
আয়াত সংখ্যা ঃ 52
এরপর আপনার জন্য আর কোন নারী আপনার জন্য হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য কোন স্ত্রী গ্রহন করাও হালাল নয় যদিও তাদের রুপ লাবন্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন।
আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ দৃষ্টি রাখেন।
(((((((((((( সূরা আল আহ্যাব))))))))))))))))))))
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।