আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর যখন স্বৈরাচারী, বিজ্ঞান দিবে মুক্তি

!

ধর্ম মূলত একটা ভয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা আংশিকভাবে অজানার ভয়, রহস্যের ভয়, পরাজয়ের ভয়, মৃতু্যর ভয়। ভয় হল নিষ্ঠুরতার জনন-জননী। ধর্ম এবং নিষ্ঠুরতা পরস্পর হাত ধরাধরি করে পথ চলে। এই ভীতি থেকে আমাদের একমাত্র বিজ্ঞানই পরিত্রান দিতে পারে এবং আমি মনে করি আমাদের মনও আমাদের এই শিক্ষা দিতে পারে যাতে আমরা কাল্পনিক সহযোগিতার আশায় বসে না থাকি।

আমাদের অবশ্যই নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং জগতকে খোলা চোখে দেখতে হবে। জগতকে জগতের মতই দেখতে হবে এবং তার জন্য ভয় পেলে চলবে না। বুদ্ধির দ্বারা জগতকে জয় করতে হবে। জগত থেকে উঠে আসা ভয়গুলোর দৌরাত্মে দাসত্বকে মেনে নিলে চলবে না। ঈশ্বর সম্পর্কে সমগ্র ধারনা জগতজোড়া প্রাচীন স্বৈরাচারী কল্পনা ছাড়া আর কিছুই নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।