বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
সামঙ্্রতিক দেশী সাইট
চাঁদপুর বিষয়ক দেশী ওয়েবের সহৃচনা
চাঁদপুর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর হিসেবে খ্যাত। মেঘনাবিধৌত চাঁদপুর, রুপালি ইলিশের ঠিকানা চাঁদপুর। 8টি উপজেলা সমন্বয়ে গঠিত চাঁদপুর। এ জেলার ইতিহাস ও ঐতিহ্যও সুপ্রাচীন।
অসংখ্য পীর ফকির দরবেশের পদধহৃলিতে ধন্য এ জেলা। অজস্র ঐতিহাসিক নিদর্শনে সমৃদব্দ এর বিভিল্পম্ন অঞ্চল। ধনধান্যে পুসঙ্ে ভরা এর পুণ্যভহৃমি। স্ট্বনামধন্য ব্যক্তির জন্মভূমি এ জেলা। এ জেলার বহু লোক জীবন নির্বাহে, জীবিকা অর্জনে দেশের প্রত্যনস্ন অঞ্চলে ও দেশের বাইরে প্রবাসে বাস করছে।
তারা জানতে চায় চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্ট্কৃতি, লোকজীবন, দর্শনীয় স্ট্থান ও পুরাকীর্তি সমঙ্র্কে। স্ট্বাধীনতা ও স্ট্বাধিকার আন্দোলনে চাঁদপুরের ভূমিকা সমঙ্র্কে জানতেও আগ্রহী অনেকে। এমনি হাজারো প্রশেম্নর উত্তর জানাতে প্রকাশ পেল চাঁদপুর জেলা বিষয়ক পহৃর্ণাঙ্গ ওয়েবসাইট
http://www.amaderchandpur.com বা বাংলায় আমাদের চাঁদপুর ডট কম। ভালোভাবে দেখার জন্য ইন্টারনেট এক্সপ্ট্নোরার 6.0 অথবা আপডেট সংস্ট্করণের সঙ্গে ভালো রেজুলেশনের মনিটর থাকতে হবে। সাইটটি সার্বিক উল্পম্নয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনস্নর্জাতিক ব্যবস্ট্থাপনার এমবিএতে অধ্যয়নরত ছাত্র মোহাম্মদ সফিউল আলম টিটো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।