আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা: দেশীয় বনাম বিদেশীয়



দেশীয় ভালোবাসা: দেশীয় ভালোবাসা হরেক রকম । কিছু সাদা কালো আবার কিছু কালারফুল। "আমি তোমাকে ভালোবাসি" বলতেই ফুরিয়ে যায় হাজারো মিনিট, ঘন্টা, সেকেন্ড। ফুল ,কাডর্ , গিফট কিনে খরচ হয় হাজার টাকা। এর উপর নিজেকে এক্সট্রা স্মাট সাজাতে আরো কিছু বেরিয়ে যায়।

পার্কে বেডাতে যান কিংবা চাইনিজ রেস্তোরাতে খেতে যান গাড়ি ভাড়া আর খাওয়ার বিল আপনাকেই দিতে হয়। এভাবে বছরখানেক ঘোরার পর যদি আপনি ভালোবাসার কথাটা বলতে পারেন আর তা যদি একসেপ্ট হয় তো সকল পরিশ্রমের একটা মূল্য পাওয়া যায় এবং পরিণতি হয় বিয়ে ,বাচ্চা কাচ্চা, সংসার ইত্যাদি। কিন্তু যদি উলটা হয় তো হাজার টাকার জলানজলী এবং এর পরিণতি হতাশা। ফলাফল:তাজমহল অথবা দেবদাস। বিদেশীয় ভালোবাসা: বিদেশীয় ভালোবাসা সব সময়ই রঙ্গীন।

যখন ইচ্ছা ভালোবাসার কথা বলা যায়। কাড কিংবা গিফট এর বালাই নেই আছে শুধু পেট মোটা ফোনের বিল। ঘুরতে যান আর রেস্তোরায় যান বিল ভাগাভাগি করতে হয়। ইগো বলে কথা। কিছুদিন প্রেম করার পর ভালো না লাগলে সুন্দর ভাষায় সম্পক শেষ করে দিতে পারেন।

আর ভালো লাগাটা বেশী ভালো হলে যতদিন ইচ্ছা সম্পক রাখতে পারেন। ইচ্ছে হবে বিয়ে করতে পারেন সহযোগীর অনুমতি নিয়ে আর ইচ্ছে না হলেও ক্ষতি নেই। এক্ষেত্রে সংসার পাতাতে কিংবা বাচ্চা কাচ্চা উৎপাদনে বিয়েটা মুখ্য নয়। ফলাফল:রোমিও জুলিয়েট অথবা ডায়ানা চার্লস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.