পরিবর্তনের জন্য লেখালেখি
খুব ইচ্ছে করে ছুঁয়ে দিতে হে মৃত্যুবালক!
যেন মুহূর্তে ঠিক জেনে যাব জীবন নামের পাপ!
যেন [তোমার হাতে] ধর্ষিত হবো বলেই জায়নামাযে শোক
রূদ্রাক্ষের মালায় জমে কবরী উত্তাপ।
[তোমার] নারকীয় আলিঙ্গনে শ্রমজীবীর ঘাম
উরুর আক্রোশেই খুঁজি ব্রতচারীর পণ
প্রান্তিকদের প্রেমে কি হয় ভগবানের নাম?
রাজার পথে ঘুটে কুড়াই দুয়োরানীর ধন !
উন্মাতালি , নিমজ্জিত , পান কৌড়ি চোখ
শ্যাওলা চুমে জরায়ুতে জ্বালায় অস্ফুট
শিশ্নে তোমার বিষ নেই আজ , কেবলই দুর্ভোগ
প্রান পতিতার অতল ঢেউয়ে তুমিই খড় কুটো !
ঢাকা
২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।