আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে মুসলমানদের ওপর ফের হামলা, বাড়িঘ

মিয়ানমারে ফের মুসলমানদের ওপর হামলা চালিয়েছে উগ্র বৌদ্ধরা। উত্তর-পশ্চিমাঞ্চলের কানবালু শহরে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তারা মুসলমানদের ১৫টি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বৌদ্ধদের প্রতিহত করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এদিকে, মিয়ানমার সরকারের নির্দেশে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকার শত শত মুসলমান তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। তবে মিয়ানমার সরকার দাবি করেছে, রোহিঙ্গা মুসলিমরা অনুপযুক্ত পরিবেশের কারণে তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উগ্র বৌদ্ধদের হামলায় ঘরবাড়িহারা শত শত রোহিঙ্গা মুসলিম সরকারের নির্দেশে অন্য জায়গায় পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে একজন মানবাধিকার কর্মী বলেছেন, রোহিঙ্গা মুসলিমরা না চাইলেও বিভিন্ন চাপের মুখে তারা নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। মিয়ানমারের ৬ কোটি জনসংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা মাত্র ৪ শতাংশ এবং বহু বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু এর পরও তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং উগ্র বৌদ্ধদের হামলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রেস টিভি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.