আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক কর্মসূচিতে চিকিৎসক বন্ধুরা

প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটি। এরই ধারবাহিকতায় গত শুক্রবার 'শব্দদূষণ ও বধিরতা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে যোগ দেয় তারা। সন্ধানী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কমিউনিটি কেয়ার সার্ভিস-এর আয়োজনে এতে প্রধান বক্তা ছিলেন ভারতের কে কে আর ইএনটি ইনস্টিটিউট চেন্নাইয়ের অধ্যাপক রবি রামালিঙ্গম। বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন, ডিসি ট্রাফিক (পূর্ব)। এ ছাড়া আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জহুরুল হক ও অডিওলজিস্ট জান্নাতুল ফেরদৌস।

শব্দদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বক্তা অধ্যাপক রবি রামালিঙ্গম বলেন, শব্দদূষণ শুধু বাংলাদেশ নয় এটি এখন গোটা বিশ্বের সমস্যা। তবে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে এ সমস্যা বেশি পরিলক্ষিত হয়। অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি ও বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটির আহ্বায়ক ডা. মনিলাল আইচ লিটু বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শব্দ বধিরতায় ভুগছে। এমন অনেক রোগী রয়েছে যারা নিজেরাই জানেন না তারা পরোক্ষভাবে বধিরতায় ভুগছেন। এ ছাড়া এ তিন কোটির মধ্যে ৩০ লাখ মানুষ শুধু শব্দদূষণের কারণেই বধিরতায় ভুগছেন।

* বন্ধু প্রতিদিন ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.