তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
অনেকদিন থেকে অনুষ্টানের নাম শুনে কান ঝালাপালা। কোথা ও কোন দাওয়াতে গেলে ভাবীদের মধ্য থেকে অনেকেই উনাদের পছন্দের কাউকে ভোট দেওয়ার অনুরোধ করেন। নিজে এখন ও দেখিনি। মাঝে মাঝে চেহারা দেখেই ভোট দেই ।
অফিস থেকে যখন বাসায় তখন দেশে অনেক রাত, তাই আর অনুষ্টান দেখা হয় না। আর আমার এসবে এত ইন্টারেষ্ট ও নেই। এর থেকে আমি কোন কার্টুন চ্যানেল অন করে বসে পড়ি (ক্লোজআপহাসি)।
আজকে হঠাৎ করে টিটু ভাইয়ের আগমন উপলক্ষ্যে অনুষ্টানটি ইন্টারনেটে দেখা হলো। যদি ও শুধু আজকে রেজালেট ঘোষনা হলো।
উনি আমাদের কম্পিটার থেকে ভোট দিয়ে আমাদেরকে ও অফিসের কম্পিউটার থেকে ভোট দিতে বল্লেন। এদিকে আমাদের ন্যাট কয়েকদিন থেকে বেশ অসুবিধা করতেছিল। 5 মিনিট পরপর ন্যাট চলে যায় আবার অটোমেটিক ঠিক হয়ে যায়। হঠাৎ করে লক্ষ্য করলাম যতো বারই আমাদের ন্যাট রিকানেক্ট হচ্ছে প্রতিবার নতুন আই, পি এড্রেস দিচ্ছে। মানে 2 টা কম্পিউটারে প্রত্যেকবারই নতুন আই, পি এড্রেস।
প্রত্যেক কম্পিউটার থেকে 10টি ভোট দেওয়া সম্ভব। দুই কম্পিউটারে 5 মিনিটে 20 ভোট দেওয়া যাচ্ছে। টিটু ভাই যতোক্ষন ছিলেন প্রতিযোগিতা করে ভোট দেওয়া হয়েছে। ্ল আমাদের দুই কম্পিউটার থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট একজনকে 500 ভোট দেওয়া হয়ে গেছে । আর ও প্রায় ঘন্টাখানেক নেটে থাকবো।
দেখা যাক কতো দেওয়া যায়।
পছন্দের কাউকে ভোট দিতে চাইলে আওয়াজ দিয়েন। ফ্রি ভোট (ক্লোজআপহাসি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।