আমাদের কথা খুঁজে নিন

   

এবারে ‘ক্লোজআপ ওয়ান’ লায়লা

১১ মে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিজয়ীর মুকুট জেতার পাশাপাশি নাটোরের বনপাড়ার মহিষভাঙ্গা গ্রামের মেয়ে লায়লা জিতে নিয়েছেন নগদ ১০ লাখ টাকা ও একটি নতুন গাড়ি। অন্য দুজনের পুরস্কার ছিল যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা।
এবারের আসরে এসএমএস ভোট পড়েছে এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার। চারটি আয়োজনে এটিই সর্বোচ্চ সংখ্যক এসএমএস বলে চূড়ান্ত অনুষ্ঠানে জানানো হয়। চ্যাম্পিয়ন লায়লা বিচারকদের কাছ থেকে ৩৬ নাম্বার এবং দর্শকদের কাছ থেকে ৫৫ লাখ ৩০ হাজার ২০০ এসএমএস ভোট পেয়েছেন।

সোহাগ পেয়েছেন বিচারকদের ৩১ নাম্বার ও দর্শকদের ৫৮ লাখ ২২ হাজার ১১৬ ভোট। বিচারকদের ৩৫ নাম্বার ও দর্শকদের ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে দ্বিতীয় রানারআপ হয়েছেন টুটুল।
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার এবারের আসরে প্রধান তিন বিচারকের দায়িত্ব পালন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়–য়া। অনুষ্ঠানটির পরিচালক ছিলেন আলফ্রেড খোকন।
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রথম শুরু হয়েছিল ২০০৫ সালে।

এরপর ২০০৬ সালে দ্বিতীয় এবং এক বছর বিরতি দিয়ে ২০০৮ সালে এর তৃতীয় আসরটি অনুষ্ঠিত হয়। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোলক বাবু। এরপর দুই আসরে যথাক্রমে চ্যাম্পিয়ন হন সালমা ও লিজা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.