আমাদের কথা খুঁজে নিন

   

একটি ক্লোজআপ কথন

গত শুক্রবার চ্যানেল চেঞ্জ করতে করতে দেখেছিলাম ক্লোজআপ ওয়ানের ভ্যালেন্টাইন ডে স্পেশাল। দেখে ফলাফল নিয়ে একটা আগ্রহ তৈরি হল আর তাই গতকাল ফলাফল এর পর্বটাও দেখলাম। গত পর্বের ১১ প্রতিযোগীর ভেতর থেকে সেফ জোনে গেল ৫ জন। গত পর্বে ওয়াইল্ড কার্ড দিয়ে সুযোগ দেয়া ৩ জনের ভেতর প্রিয়াঙ্কা ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে চলে গেলেন সেফ জোনে। প্রিয়াঙ্কা গেয়েছিলেন আকাশ খুলে বসে আছি গানটি।

শুনেই বুঝেছিলাম ও চলে যাবে সেফ জোনে। বিচারক পার্থ তো বলেই দিয়েছিলেন "ওয়াইল্ড কার্ড দেয়ার সার্থকতা প্রমাণিত" আর ইমতিয়াজ বুলবুল উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন "তুমি আমাদের মাথার মনি"। তাই প্রিয়াঙ্কার সেফ জোনে যাওয়াটা স্বাভাবিকই ছিল। তবে রাঙ্গামাটির মেয়ে শেফালি সেফ জোনে যেতে পারবে ভাবি নি। ওর গানের চেয়ে অতি-অভিনয়টাই চোখে লাগে।

অন্যদিকে রিতুর কথা তো বলার কিছুই নেই। আমার মতে ও ক্লোজআপ হওয়ারই যোগ্য। অসাধারণ গায়কী আর ভরাট গলা কানে লেগে থাকে। ও সেফ জোনে না গেলে সেটাই অস্বাভাবিক হত। গত পর্বে তোমায় ছেড়ে গান গেয়েছিল জান্নাত।

গানটা খুব যে ভাল লেগেছে তা বলতে পারি না তবে ও সেফ জোনে গেল আর খিং বাদ গেল এটা মানতে পারলাম না। আমি আশা করেছিলাম খিং প্রথম ৩ এর একজন হবেই। আর কৌশিক এর ধারাবাহিক পারফরমেন্সই বলে দেয় ওর সেফ জোনে যাওয়া যৌক্তিক। গত পর্বে বুলবুল ওকে বলেছিলেন "হৃদয়ে দিয়ে না গেলে গান হয় না, তোমার সব আছে। হারিয়ে গেলে কষ্ট পাব"।

কৌশিক এখনও হারিয়ে যায় নি, দেখা যাক সামনে কি হয়। সবার জন্যেই শুভকামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.