আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে এলো Imangi Studio র নতুন গেইম Temple Run-2(টেম্পল রান -২)

প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই জনপ্রিয় গেইম টেম্পল রানের দ্বিতীয় পর্ব গতকাল এ্যপল এ্যাপ ষ্টোরে এসেছে। এখান থেকে যে কেউ চাইলেই গেমটি বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। যারা এর আগের গেমটি খেলেছেন তারা নিশ্চয়ই অনেক প্রতিক্ষায় ছিলেন কবে গেমসটির পরবর্তী পর্বটি বাজারে আসবে। যদিও মাঝে ইমানজী ডিজনী সাথে যৈাথভাবে টেম্পল রান ব্রেভ নামে একটি গেইম তারা বাজারজাত করেছিল। তবে এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এখন পর্যন্ত কোন সুখবর দেয়নি গেমসটির প্রস্তুতকারী কোম্পানী ইমানজী।

গেলবারের মতো এবারও ইমানজী প্রথম আইওএসেই এটির উদ্বোধন করে। ২০১১ সালের ৪ আগষ্ট আইওএসে এ গেইমটি আসার পর থেকে বিশ্বের জনপ্রিয় গেইমের তালিকায় এটি স্থান করে নেয়। গেইমটির ব্যপক জনপ্রিয়তার ফলে টেম্পল গানস, টেম্পল জাম্প, পিরামিড রান নামে নকল কয়েকটি গেইমও তখন বাজারে আসে। যাইহোক, এখন এটি হচ্ছে এন্ডয়েডে ডাউনলোড করা প্রথম পাচটি গেইমের একটি। যদিও এটি বরাবরই আইওএসে আসার পর এ্যান্ড্রয়েডে আসে।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি আগামী সপ্তাহ নাগাদ এ্যান্ড্রোয়েডেও চলে আসবে। গেইমসটি আইটিউনস থেকে ডাউনলোড করার লিংক : Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.